গ্যাস চুরির দায়ে মেরিগোল্ড সিএনজি পাম্পে সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৪:১৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুর মেরিগোল্ড সিএনজি পাম্পে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি করার অপরাধ প্রমাণিত হওয়ায় গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে জালালাবাদ গ্যাস কোম্পানি। রোববার গ্যাস সংযোগ বিছিন্ন করা হলেও এ খবর গোপন রাখা হয়।
এ বিষয়ে খোঁজ নেয়া হলে জালালাবাদ গ্যাস কোম্পানির সংশ্লিষ্টরা বিষয়টি স্বীকার করেন। গত আগস্ট মাসে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জালালাবাদ গ্যাস কোম্পানির নিকট ভোক্তা পর্যায় থেকে উপজেলার দুটি সিএনজি পাম্পের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় গ্যাসের সাথে শতকরা ৪০ ভাগ বাতাস ভরে প্রতারণা করে আসছে ওই দুটি সিএনজি পাম্পের মালিক। কিন্তু দীর্ঘ বছর হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন উদ্যোগ না নেয়ার কারণে পাম্প মালিকগুলো পার পেয়ে যাচ্ছিল।
সম্প্রতি আওয়ামীলীগ সরকারের পতনের পর এ ব্যাপারে শ্রমিক সংগঠন ও পৌরসভার সাবেক মেয়র, বিএনপি নেতা মহসিন মিয়া মধু সোচ্চার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। ফলে ওই পাম্পের বিরুদ্ধে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি প্রমাণিত হলে গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।
এ ব্যাপারে সিলেট জালালাবাদ গ্যাস কোম্পানির মৌলভীবাজার জেলা এর ডিজিএম মাসুদ রানা বলেন, শ্রীমঙ্গল কালাপুর মেরিগোল্ড সিএনজি পাম্পের মিটার টেম্পারিং করার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। কত টাকার গ্যাস চুরি হয়েছে এমন প্রশ্ন রাখলে তিনি বলেন-এর হিসাব চলছে। তিনি আরও বলেন, ওই পাম্পের বিরুদ্ধে গেজেট অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে মেরিগোল্ড সিএনজি পাম্পের মালিক জয়নুল উদ্দিন মিটার টেম্পারিং করার অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের পাম্পের মিটার নষ্ট হয়েছে। নতুন মিটারের জন্য তিনি আবেদন করেছেন বলে জানান।