মৌলভীবাজারে জামায়াত সেক্রেটারির চাচার জানাজা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৫:২৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী’র চাচা মোস্তকিন আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার দুপুর সাড়ে ৩ টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন ও রাত ৯টায় তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার কামালপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্ব বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আব্দুল মান্নান, জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, রাজনগর উপজেলার নায়েবে আমীর মোঃ আব্দুস শহীদ, উত্তরভাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির মিয়া, কালাবাজারের ব্যবসায়ী সাদ্দেক মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো: আলা উদ্দিন শাহ, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহিন, উপজেলা সেক্রেটারি মিছবাহুল হাসান, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, কালারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার আব্দুল আলিম, সেক্রেটারি মোঃ কবির মিয়া, ইউপি সদস্য মজনুর রহমান, মাশুক আহমেদ চৌধুরী, সাবেক মেম্বার হারুন মিয়া, যুবদল নেতা সৈয়দ আবুল কালাম আজাদ, ডাক্তার আব্দুল মনাফ, জামায়াতের উত্তরভাগ ইউনিয়ন সভাপতি মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।
জানাযায় ইমামতি করেন জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলী। মোনাজাত পরিচালনা করেন কামালপুর জামে মসজিদের ইমাম মাওলানা শাকিল আহমদ। জানাজা শেষে কামালপুর গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়।