বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ১৭ লাখ টাকা বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩২:১৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলায় সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে পুনর্বাসনের জন্য ১০ হাজার টাকা করে ৪০ লাখ টাকা বিতরণ করছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্বনাথ পৌরসভা, বিশ্বনাথ সদর, অলংকারী ও দেওকলস ইউনিয়নের ১৭০ টি পরিবারের মাঝে নগদ ১৭ লাখ টাকা বিতরণ করা হয়। এরপূর্বে শনিবার দৌলতপুর ও দশঘর ইউনিয়নের ৯০ টি পরিবারের মাঝে ৯ লাখ টাকা বিতরণ করা হয়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ট্রাস্টের এডভাইজারী কমিটির সভাপতি সুনন্দা রায়ের সভাপতিত্বে অর্থ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান।
ট্রাস্টের এডভাইজারি কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের এডভাইজারী কমিটির সাধারণ সম্পাদক ও রামসুন্দর অগ্রগামী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি মো. গৌছ আলী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লিলু মিয়া, ট্রাস্টের ট্রাস্টি আনছার উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুল হামিদ টিপু, মুমিন খান মুন্না, শেখ হারুনুর রশীদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু। বিজ্ঞপ্তি