কুলাউড়া জামায়াত আমীর পুত্রের কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩০:২৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স ১ম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় জিপিএ ৪ এর মধ্যে ৪ অর্জন করেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. হামিদ খানের দ্বিতীয় পুত্র হাফেজ সরোয়ার হামিদ খান।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে উক্ত বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেধার স্বীকৃতি স্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ অর্জনে কৃতী শিক্ষার্থী সরোয়ার হামিদ খান সকলের কাছে দোয়া চেয়েছেন।