হকার-সিসিক চোরপুলিশ খেলা: দুপুরে ফাঁকা, বিকেলে দখল
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫২:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে হকার আর সিসিকের মধ্যে যেন চোরপুলিশ খেলা চলছে। অভিযান চলে হকার চলে যায়, অভিযান শেষ আবার ফুটপাত হকারের দখলে চলে আসে। মঙ্গলবার সারাদিন নগরীতে ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান চালায় সিলেট সিটি কর্পোরেশ কর্তৃপক্ষ। তবে বিকেলে অভিযান শেষে হকাররা আবারো যে যার মতো নিজেদের জায়গায় ফুটপাত ও রাস্তা দখল করে বসে যান। কেবল অভিযানে সময়কালে ফুটপাত-রাস্তা হকারমুক্ত ছিল।
মঙ্গলবার সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খানের নেতৃত্বে ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদে অভিযান চালায় সিলেট সিটি করপোরেশন। সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার এলাকায় এই অভিযান চলে। এসময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় অনেকের মালামাল জব্দ করা হয়।
এ ব্যাপারে সিসিক জানায়, মহানগরে অবৈধভাবে দফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টি করা কিছু ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করা হয়। তবে কাউকে জরিমানা করা হয় নি। তবে অভিযান শেষে সন্ধ্যার আগে সবকিছু আগের মতো হয়ে যায়। ফুটপাত ও রাস্তা দখলের ফলে তৈরি হয় দীর্ঘ যানজট। সন্ধ্যার পর বৃষ্টি শুরু হলে দুর্ভোগ আরও বেড়ে যায়।