নিসচার সাথে বৃটিশ কাউন্সিলর হাবিবের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৭:০৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কার্যক্রমের প্রতি উদ্বুদ্ধ হয়ে লন্ডনের সাউথ কেস্টেবেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর হাবিবুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার রাতে পৌর শহরের একটি রেস্টুরেন্টে নিসচা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ। প্রধান অতিথির বক্তব্য দেন লন্ডনের সাউথ কেস্টেবেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর হাবিবুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার পৃষ্ঠপোষক প্রভাষক তারেক আহমদ।
বক্তব্য দেন পৃষ্ঠপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, শরফ উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন। পরে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বৃটিশ কাউন্সিলর কাউন্সিলর সমাজসেবক হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জনস্বার্থে নিসচা’র কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি হাবিবুর রহমান বলেন, নিসচা সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে সংগঠনটি বিশেষ অবদান রাখছে।