মহিউদ্দিন শিরুর মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৯:১৮ অপরাহ্ন
আজ ২৫ সেপ্টেম্বর (বুধবার) কবি, সাহিত্যিক, সাংবাদিক মহিউদ্দিন শিরুর ১৫তম মৃত্যুবার্ষিকী। মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদ ও তার পরিবারের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।
মহিউদ্দিন শিরুর সহধর্মিণী হাসিনা বেগম চৌধুরী জানিয়েছেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বুধবার দুপুরে মহানগরের ধোপাদিঘির পূর্বপারস্থ তাদের বাসভবনে খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠিত হবে।
এছাড়া বাদ আছর কবরে পুষ্পস্তবক অর্পণ এবং এরপর হযরত শাহজালাল রহ. মাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন শিরুপত্নী হাসিনা বেগম চৌধুরী। বিজ্ঞপ্তি