সাংবাদিক তুরাব হত্যার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় প্রেসক্লাবের ক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৩:১৩ অপরাহ্ন
দুই মাসে সাংবাদিক তুরাব হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যরা গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিলেট প্রেসক্লাব। সোমবার আটকের পরও এ মামলার এজাহারভুক্ত আসামি কোতয়ালী থানার সাবেক ওসি মঈন উদ্দিন শিপনকে ছেড়ে দেয়ায় ক্লাবের পক্ষ থেকে চরম ক্ষোভ প্রকাশ করা হয়।
মঙ্গলবার এক বিবৃতিতে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, গত ১৯ জুলাই নগরীর বন্দর বাজারে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। দৈনিক নয়া দিগন্ত ও জালালাবাদের এ কৃতি সাংবাদিক হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি আজবাহার আলী শেখ ও অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে অন্যত্র পদায়ন করা হলেও তাদেরকে গ্রেপ্তারে দৃশ্যমান কোন অগ্রগতি নেই। অন্যতম আসামী কোতয়ালীর সাবেক ওসি মঈন উদ্দিনকে আটকের পরও ছেড়ে দেয়া হয়েছে-যা খুবই উদ্বেগজনক।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এই তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তারের ব্যাপারে তারা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে দাবি জানিয়েছিলেন। জবাবে কমিশনারও এ মামলার আসামি পুলিশ সদস্য হলেও তাদেরকে বিচারের আওতায় আনার আশ^াস দিয়েছিলেন্। কিন্তু সোমবার মামলার এজাহারভুক্ত আসামি মঈন উদ্দিনকে আটকের পর ছেড়ে দেয়ার বিষয়টি সাংবাদিক সমাজকে ব্যথিত ও হতাশ করেছে। এ অবস্থায় এ মামলার ভবিষ্যত নিয়ে আমরা শঙ্কিত। নেতৃবৃন্দ, তুরাব হত্যাকারী পুলিশ সদস্যদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে বলেন, অন্যথায় এ নিয়ে যে কোন উদ্ভূত পরিস্থিতির দায়ভার আইন-শৃংখলা রক্ষাকারী সদস্যদের বহন করতে হবে। বিজ্ঞপ্তি