দিরাইয়ে জলবায়ু বিষয়ক কর্মশালা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১:০০:৫৫ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি ঃ-সুনামগঞ্জের দিরাইয়ে জলবায়ু পরিবর্তন,অভিযোজন কৌশল বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিরাই উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সভাকক্ষে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর উদ্যোগে কমিউনিটি- লেড ক্লাইমেট স্মার্ট ইনোভেশনস টু এড্রেস ক্লাইমেট চেঞ্জ ইমপেক্ট উদ্যম প্রকল্প উদ্যোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোরঞ্জন অধিকারী, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম,ডিপিএইচই কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং ব্র্যাক ও এফআইভিডিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। জলবায়ু পরিবর্তন কর্মসূচি, কৃষিতে জলবায়ুর প্রভাব এবং করণীয় বিষয়ে কর্মশালায় উদ্যম প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রকল্প এলাকা এবং কর্মকান্ড বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে জানানো হয়,উদ্যম প্রকল্পটি ৫ বছর মেয়াদি। এই প্রকল্পের মূল উপকারভোগী কৃষক ও বিপদাপন্ন মানুষ, যারা প্রকৃত পক্ষে জলবায়ু পরিবর্তন জণিত সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্যে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার বলেন, শুধুমাত্র উপযুক্ত উপকারভোগীদের অন্তর্ভুক্ত করতে হবে যেখানে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্ব থাকবে। কর্মশালাটি সঞ্চালনা করেন উদ্যম প্রকল্পের দিরাই উপজেলা ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম।