নেপাল থেকে হবিগঞ্জের ৩ জন উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৭:৪৬ অপরাহ্ন
সংবাদদাতা: নেপালের ইমিগ্রেশন বিভাগ মানবপাচারের শিকার হওয়া হবিগঞ্জের ৩ জনকে কাঠমান্ডুর একটি হোটেল থেকে উদ্ধার করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তাদের উদ্ধারের পর নেপাল ইমিগ্রেশন সেন্টারে নেওয়া হয়।
উদ্ধারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তুহিনুর ইসলাম অনিক, একই উপজেলার শাকিব আহাম্মেদ ও মো. রহিম খন্দকার। বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, গত শনিবার হবিগঞ্জ জেলার তিন জনসহ ৬ পরিবারের সদস্যরা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করেন। তারা জানান, আলবেনিয়ায় পাঠানোর কথা বলে জনপ্রতি সাড়ে সাত লাখ টাকা করে তাদের কাছ থেকে নেওয়া হয়। কথা ছিল নেপাল হয়ে তাদের আলবেনিয়া নেওয়া হবে। কিন্তু আলবেনিয়ার ভিসা জাল ছিল। গত ৫ মাস ওই ছয়জনকে নেপালের কাঠমান্ডুর একটি হোটেলে আটকে রাখে মানবপাচারকারী চক্রের সদস্যরা। এছাড়া এ ঘটনায় দিসান নামে এক দালালকে আটক করেছে নেপাল।
উদ্ধার ৩ বাংলাদেশীর কাগজপত্র বলছে, বাংলাদেশী ট্রাভেল এজেন্সি অ্যাডমায়ার ও খান ট্রাভেল ইন্টারন্যাশনাল তাদের নেপালে পাঠায়। নেপাল পুলিশ এই প্রতারণার সঙ্গে জড়িতদের খুঁজছে।
উদ্ধারকৃত অনিকের মা বলেন, ‘আমার ছেলেকে আলবেনিয়া নিবে বলে টাকা নেয়, আলবেনিয়া না নিয়ে নেপাল তাদের আটকে রেখে মারপিট করতে থাকে। বারবার টাকা দিতে বলে, না দিলে ছেলেকে মেরে ফেলবে বলে জানানো হয়। তারপরেও আরো এক লক্ষ টাকা দিয়েছি। এখন শুনেছি নেপাল পুলিশ আমার ছেলেসহ কয়েকজনকে মানবপাচারকারীদের কবল থেকে উদ্ধার করেছে।’