কুলাউড়ায় পরিবহন শ্রমিক ফেডারেশনের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৯:৫৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের উপজেলা সভাপতি বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। বক্তব্যে তিনি বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।
উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের জেলা উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা উপদেষ্টা মো. হামিদ খান, খন্দকার আব্দুস সোবহান, মো. জাকির হোসেন ও সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, জেলা সভাপতি মোহাম্মদ কামাল আহমদ, সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক জুলহাস হোসেন বাদল ও ট্রেড ইউনিয়ন সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল হক।
আরও বক্তব্য রাখেন রাজানুর রহিম ইফতেখার, জেলা নির্মাণশ্রমিকের সভাপতি আবুল কাশেম আজাদ, জেলা দোকানশ্রমিকের সভাপতি সুলতান আহমদ চৌধুরী, উপজেলার সভাপতি ইসলাম উদ্দিন, মাওলানা সাইদুল ইসলাম, ইউনুস আহমদ, আবুল কাশেম আবুল প্রমুখ।