জৈন্তায় ভারতীয় মদ ও চিনি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪১:৫৬ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই পথে আসা ভারতীয় মদ ও চিনি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আশরাফুল আলম ও এএসআই সুমন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনাকালে ব্রীজের পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি মদের কার্টুন উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়া কার্টুনের মধ্যে ১৮০ মিলির ১৩০ বোতল ভারতীয় ম্যাগডুয়েল মদ পাওয়া যায়। এছাড়া রাত ৮টায় জৈন্তাপুর রাজবাড়ী বিওপি সংলগ্ন নয়াগাং নদী দিয়ে ভারত হতে নিয়ে আসা ১২ বস্তা চিনি চাঙ্গিল ব্রীজের নিচে হতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামান ভারতীয় মদ ও চিনি আটকের বিষয় নিশ্চিত করেন, ২৪ সেপ্টেম্বর উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত থাকায় দুই জনের নাম উল্লেখ করে ২৫ সেপ্টেম্বর জৈন্তাপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। তিনি আরো বলেন- উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তে চোরাচালান বন্ধে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।