শাহজালাল জামেয়ায় সিরাতুন্নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫২:৩৪ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রতিষ্ঠানের হল রুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্ণিং বডির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান। প্রধান আলোচক ছিলেন ঝিঙ্গাবাড়ি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ লুৎফুর রহমান হুমায়দী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী মুহাম্মদ আব্দুস শাকুর, জালালিয়া ফাজিল মাদ্রসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল মুকিত লস্কর, সিরাতুন্নবী (সাঃ) বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল ও সাবেক সিনিয়র শিক্ষক মোঃ এখলাছুর রহমান প্রমূখ।
প্রধান আলোচক তাঁর আলোচনায় বলেন- সকল বৈষম্য দূর করার একমাত্র পথ হচ্ছে রাসূল (সাঃ) এর আদর্শ ধারণ করা। মানবজীবনের অবক্ষয় রোধ করতে হলে এই আদর্শ ছাড়া মুক্তির অন্য কোন পথ নেই। রাসূল (সাঃ) এর জীবন অনুসরণ করার মধ্যেই দুনিয়ার সকল সমস্যার সমাধান। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে কুরআনের ছায়াতলে আসতে হবে। কুরআনের অনুশাসন চালু করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে প্রতিষ্ঠানের শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ সাদ। সংগীত পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্ঠীর সদস্য হোসাইন শাহরিয়ার রাজী ও রাশেদ ইকবাল। পরিশেষে সভাপতি প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী সমাপনী বক্তব্য ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি