চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ৩১ বস্তা চাউল জব্ধ, আটক ২
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:১০:০৪ অপরাহ্ন
চুনারুঘাট থেকে সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩১ বস্তা চাউল ও ১৪টি পলিথিনের চাউলের প্যাকেট জব্ধ ও ২ জনকে আটক করেছেন চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলমসহ থানা পুলিশ। এ সময় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে চৌকিদার দুলাল মিয়ার ভাই বিলাল মিয়ার চা স্টল দোকানে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও একদল থানা পুুলিশ অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩১ বস্তা চাউল, ১৪টি পলিথিনের চাউলের প্যাকেটে মোট ১ হাজার ৪৪০ কেজি চাউল জব্ধসহ ২ জনকে আটক করেন।
আটককৃতরা হল- উপজেলার পাচারগাঁও গ্রামের উস্তার মিয়ার পুত্র আলাউদ্দিন আলাই (২৬) ও শাহপুর গ্রামের মোখলেছ মিয়া ওরফে আবু মিয়ার পুত্র মামুন মিয়া (২৫)। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।