সাইফুর রহমানের কবর জিয়ারতে কাতার বিএনপি সম্পাদক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:১১:০২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু বলেছেন, মৌলভীবাজার জেলায় এম সাইফুর রহমানের উন্নয়ন ছাড়া গত ১৬ বছরে দৃশ্যমান কোন উন্নয়ন চোখে পড়েনি। এ জেলায় আ’লীগের অনেক রাঘব-বোয়াল দেখেছি, কিন্তু তাদের কোন উন্নয়ন দেখিনি। তারা হাজার কোটি টাকার প্রজেক্ট দুর্নীতি করে খেয়ে ফেলেছেন।বুধবার দুপুরে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের মৌলভীবাজারস্থ বাহারমর্দন গ্রামে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল মুকিত, অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইছহাক চৌধুরী মামনুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল প্রমূখ।