সদর উপজেলা জামায়াতের সেমিনার
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৫:২৪ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলা শাখা আয়োজিত মানবাধিকার প্রতিষ্ঠায় রাসুল (সা.) এর অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আল ইমরান ও সহকারি সেক্রেটারি আমিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও সহকারি সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা কমর উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উলামা বিভাগের উত্তর জেলা সেক্রেটারি মাওলানা মুফতী দেলোয়ার হোসেন চৌধুরী, উপজেলা জামায়াতের নায়বে আমীর সাবেক মেম্বার আব্দুল লতিফ লালা, শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা উত্তরের সেক্রেটারি আবু জুবায়ের, জেলা উত্তরের অর্থ সম্পাদক মাহমুদ হাসান, সদর উত্তর সভাপতি মুহিবুর রহমান, সদর দক্ষিণ সভাপতি লাহিন আহমদ, জালালাদ ইউনিয়ন আমীর মাওলানা ইসকন্দর আলী, হাটখোলা ইউনিয়ন আমীর হেলাল উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, মোগলগাঁও ইউনিয়ন আমীর মাওলানা আলা উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি