শ্রেষ্ঠ সহকারী শিক্ষক জগন্নাথপুরের সাদী
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৯:০৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা পর্যায়ে এই প্রথমবারের মতো জগন্নাথপুর উপজেলা থেকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার নাদামপুর গ্রামের বাসিন্দা ও গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান আহমদ সাদী।
এছাড়া জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম এবং জেলার শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসের মৃদুল চন্দ্র দাস।