সাতবাঁক ইসলামী কালচারাল ফোরামের নাশিদ সন্ধ্যা
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫২:০৮ অপরাহ্ন
কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের জুলাই প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সাতবাঁক ইসলামী কালচারাল ফোরামের উদ্যোগে জুলাই বিপ্লবে নিহত শহিদদের স্মরণে কাওয়ালি ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, অপসংস্কৃতি রোধে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজের মধ্যে ইসলামের চেতনা ছড়িয়ে দিতে এ রকম অনুষ্ঠানের বিকল্প নেই। তিনি আরও বলেন, তরুণ-যুবক, কিশোর ও শিক্ষার্থীরা প্রাণের বিনিময়ে গণবিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে তাড়িয়েছে, দেশ বিনির্মাণে তাদের এই ত্যাগ চির স্মরণীয় হয়ে থাকবে।
শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ইসলামী কালচারাল ফোরাম সাতবাঁক এর পরিচালক ফয়সাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুর রহিম, মোঃ আব্দুল গফুর, মারুফ আহমদ, মাওলানা জামিল আহমেদ, আসাদুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা সেলিম আহমেদ ও মিসবাউল ইসলাম চৌধুরী। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়ক আফজালুল ইসলাম তানভীর, শুয়াইবুর রাহমান, হাফিজ আব্দুল আজিজ শাহরিয়ার, নাইমুর রহমান নিজু ও ফজলে রাব্বি রাহী প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল ওয়াহাব রাসেল। বিজ্ঞপ্তি