জৈন্তায় ৩২ টি ভারতীয় মহিষ আটক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৬:১৫:২৪ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ৪৮ বিজিবির শ্রীপুর বিওপির অভিযানে চোরাই পথে আসা ৩২টি ভারতীয় মহিষ আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লক্ষ ৪০ হাজার টাকা। আটক মহিষগুলো কাষ্টম কর্তৃপক্ষের মাধ্যমে নিলামের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি।