সাংবাদিক রুমনের উপর হামলায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৬:১৬:০৫ অপরাহ্ন
দক্ষিণ সুরমা সংবাদদাতা : দৈনিক শ্যামল সিলেটের দক্ষিণ সুরমা প্রতিনিধি ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আজমল আহমদ রুমন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গত ২৩ সেপ্টেম্বর রাতে নগরীর ২৮নং ওয়ার্ডের বরইকান্দি কাজিরখলা জামে মসজিদের সামনে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আজমল আহমদ রুমন এর উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক শরীফ আহমদ। নেতৃবৃন্দ হামলাকারীদের সাথে জড়িতের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। বিজ্ঞপ্তি