সেনা কর্মকর্তা তানজিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৬:২১:৫০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন-কে কক্সবাজারে ডাকাতি প্রতিরোধ অভিযানে নির্মমভাবে হত্যাকান্ডের প্রতিবাদ ও সুষ্ঠু বিচার এবং ভারতীয় মদদে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইউনিটি রেভুলেশনের আয়োজনে মৌলভীবাজার জেলা শহরের চৌমুহনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বুলবুল আহমেদ সুজেল, তাজিক আনাম জামি, অপু আলম, মামুন তরফদার, আশফাকুর রহমান চৌধুরী, ইরফান আহমেদ শিবুল, পাবেল আহমেদ রাফি, সৈয়দ আদনান সাঈফ ও রায়হান মাহমুদ প্রমুখ।