রাজনগরে জামায়াতের সীরাত মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৯:২৩ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রাসুলুল্লাহ (সা.) ছিলেন বিনয় ও কোমলতার বাস্তব প্রতিচ্ছবি। তিনি হাসিমুখে কথা বলতেন। তাঁর মুচকি হাসি সাহাবায়ে কেরামের হৃদয়ে প্রশান্তি জাগাতো। তিনি আগে সালাম করতেন। এমনকি ছোট শিশু-কিশোরদেরকেও তিনি সালাম জানাতেন। তাঁর ব্যবহারিক জীবন ছিলো স্বচ্ছ, সুন্দর ও অতুলনীয়। তিনি পরিবারের সদস্যসহ সবার সাথে সর্বোত্তম ভালো ব্যবহার করেছেন। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শের উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন।
তিনি মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মুন্সিবাজার ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন আয়োজিত পৃথক দু’টি সীরাতুন্নবী (সা.) প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আমীর মাওলানা জাকারিয়া আহমদের সভাপতিত্বে মুন্সিবাজারে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আলেমেদ্বীন মাওলানা আব্দুশ শহীদ ও মাওলানা হোসাইন আহমদ। ইউনিয়ন আমীর ডা. ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ফতেপুরের মোকামবাজারে আয়োজিত মাহফিলে আলোচনা পেশ করেন আলেমেদ্বীন মাওলানা শেখ আব্দুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ নুমানী।
উভয় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন ও সেক্রেটারি মিসবাহুল হাসান। বিজ্ঞপ্তি