কেমুসাসের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাল
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:০০:১৪ অপরাহ্ন
২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটায় নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে কেমুসাসের সীরাত প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন কেমুসাসের মাহে রবিউল আউয়াল উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ কবি কালাম আজাদ ও সদস্য সচিব জাহেদুর রহমান চৌধুরী।
উল্লেখ্য গত ২১ সেপ্টেম্বর মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে উৎসবমুখর পরিবেশে সিরাত প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় ১১টি গ্রুপে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদের মধ্যে আকর্ষনীয় পুরস্কার ও সনদ প্রদান করা হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলেই সনদ ও বুকলেট প্রদান করা হবে। বিজ্ঞপ্তি