জেলা বিএনপির উপদেষ্টা সাজুর বড়লেখায় আগমনে র্যালি
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৮:৪১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসা মামলায় মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু প্রায় এক যুগ পর বুধবার নিজ জন্মভূমি বড়লেখায় আগমনে উপজেলা ও পৌর বিএনপি বিকেলে আনন্দ র্যালি ও গণসমাবেশ করেছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, জেলা বিএনপির সদস্য ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মুহাচ্ছিনুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর রহমান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম প্রমুখ।