বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রথম তলার ছাদ ঢালাই
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:২১:৩৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: ব্রিটিশ চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের নীচতলা (গ্রাউন্ড ফ্লোর) এর প্রথম তলার ছাদ ঢালাই বৃহস্পতিবার সকাল ১১টায় হসপিটালের নির্মাণাধীন ভবন প্রাঙ্গণে দোয়া মাহফিলের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
দোয়া পরিচালনা করেন ইলিমপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জুবায়ের আহমদ। দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে ও চীফ কো-অর্ডিনেটর সাংবাদিক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর তারেক মাহমুদ সজিব, দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের সাবেক ট্রাস্টি ও আল খায়ের ফাউন্ডেশনের হেড অব এডমিন, ফাইন্যান্স শহিদুল হক খান সেলিম, সাবেক ট্রাস্টি ও ফাউন্ডার সদস্য শেখ হারুনুর রশীদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দয়াল উদ্দিন তালুকদার, ধর্মদা গ্রামের মুুরব্বী শাহ জামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী শাহ দুলাল আহমদ, বিশ্বনাথ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বিশ্বনাথ সরকারী কলেজের প্রভাষক শেখ সানজিদা শারমিন সিভা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ ফজর রহমান, সিমাজসেবী ফয়ছল আহমদ, বিল্ডিং কন্ট্রাকশনের সিইও মেহেদী হাসান, মুরব্বী হালিম শিকদার, সংগঠক রুমেল আলী, দুলাল আহমদ প্রমুখ।