বিশ্বনাথে জামায়াত নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৩:২৩ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াত-শিবিরের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। বুধবার বিকেলে পৌর শহরের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় এবারও উপজেলার ২৫টি পূজা মন্ডপে সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভুু’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী, সেক্রেটারী মতিউর রহমান, পৌর জামায়াতের আমীর মাস্টার ঈমাদ উদ্দিন, নায়েবে আমীর এএইচএম আক্তার ফারুক, সেক্রেটারী আব্দুস সোবহান, পৌর ছাত্র শিবিরের সভাপতি রিয়াজ উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সহ সভাপতি রুপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কাজল মালাকার, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সুহেল প্রমুখ।