গোয়াইনঘাটে ভূমি কর্মকর্তার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫০:০৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তা শামীম আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। সদ্য অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা উপজেলার হাতির পাড়া গ্রামের বাসিন্দা ও গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিস থেকে অবসরগ্রহণ করেন।
বুধবার রাত সাড়ে ১১ টায় তিনি সিলেট নগরীর টিলাগড়স্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। তার লাশ সকালে হাতিরপাড়া গ্রামে নিজ বাড়ি আনা হলে তাকে শেষবারের মতো দেখতে স্বজন আর শুভানুধ্যায়ীদের ভীড় জমে। বাদ জোহর হাতিরপাড়া পয়েন্টে জানাযা শেষে গ্রামের গোরস্থানে দাফন করা হয়।