সুনামগঞ্জে জমিয়তের গণসমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫১:২২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার সরকারের দীর্ঘ শাসনামলে দেশের সবগুলো অঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ ও প্রশাসনের সকল স্তরে নির্লজ্জভাবে দলীয়করণ ও আত্মীয়করণ করা হয়েছে। এমতাবস্থায় সকল অঙ্গনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে তার কাঙ্খিত গন্তব্যে নিয়ে যেতে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। বৈষম্যহীম রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি সেক্টরে আলেম উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
সুনামগঞ্জ জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।
জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী ও সহকারী মাওলানা মুখতার হোসাইন চৌধুরীর যৌথ পরিচালনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
গণসমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুল বছির, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা ফজলুল করিম কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ নাজমুল হাসান, কেন্দ্রীয়নেতা মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জামিল আহমদ আনসারী, মাওলানা জমির উদ্দীন কাতিয়া, মাওলানা ইকবাল বিন হাশিম, মাওলানা হাজী ইমদাদুল্লাহ, মাওলানা আব্দুল আজিজ বিশ্বম্ভরপুর, মাওলানা আব্দুল হালিম চিনাকান্দী ও মুফতি বদরুল আলম তেঘরিয়া।