পাটপণ্য তৈরী বিষয়ক কর্মশালার সনদপত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৪:২৬ অপরাহ্ন
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সহযোগিতায় ‘বহুমুখী পাটজাত পণ্য তৈরী’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), সিলেট এর ডিজিএম ম. সুহেল হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক বলেন, উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টি করেন। আমরা চাকুরীজীবীরা সারাজীবন কাজ করি, কিন্তু কাউকে চাকুরী দিতে পারি না। তাই উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমেই দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব।বিশেষ অতিথির বক্তব্যে বিসিক সিলেট এর ডিজিএম ম. সুহেল হাওলাদার বলেন, আমাদের দেশে বর্তমানে ৬ কোটি লোক কর্মক্ষম। কিন্তু এ তুলনায় উদ্যোক্তার সংখ্যা কম। দেশের অর্থনীতিকে গতিশীল করতে উদ্যোক্তার সংখ্যা বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু বলেন, পাটজাত পণ্যের প্রবল অর্থনৈতিক সম্ভাবনার কথা বিবেচনা করে আমরা ‘বহুমুখী পাটজাত পণ্য তৈরী’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করেছি। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টন কাঁচা পাট নিয়ে বিদেশে যেসব মূল্যবান পণ্য সামগ্রী উৎপাদিত হয় তা যদি আমরা দেশেই উৎপাদন করে রপ্তানী করতে পারি তাহলে দেশের বৈদেশিক মূদ্রা আহরণ আরো বেশী বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক এবং সেমিনার, ওয়ার্কশপ সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ ফাহিম আহমদ চৌধুরী, ওমেন ফর ওমেন রাইটস্ এর প্রেসিডেন্ট সামিয়া বেগম চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক কাজী আশরাফুল হক সায়মন, প্রশিক্ষণার্থী ফরিদা আলম, আনোয়ার হোসেন, তাহমিদা ফাতেমা চৌধুরী নিভিতা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী শিব্বির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপসচিব সানু উদ্দিন রুবেল, আজিজুর রহিম খান মিজান এবং প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। অনুষ্ঠানে ৩৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি