আল-আমীন জামেয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৬:০৯ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের ইসলামপুরস্থ আল-আমীন জামেয়ায় সিরাতুন্নবী (সা:) বিষয়ক আলোচনা সভা ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ৩টি পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথম পর্বে বালক শাখার শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে অনুুষ্ঠিত প্রোগ্রামে কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের বালক শাখার শিক্ষার্থী সিয়াম আহমদ। হাম্দ পরিবেশন করেন মাসউদ আল হক।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লি: এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাইমারী কো-অর্ডিনেটর (বালক) শাহ মাহমুদুল হক, সাংস্কৃতিক কমিটির আহবায়ক মো: বুরহান উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে হযরত মুহাম্মদ (সা:) এর আদর্শ ধারণ করে দুনিয়ার নেতৃত্ব ও আখেরাতের কল্যাণ অর্জনের আহবান জানান। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
২য় পর্ব সকাল সাড়ে ১১ টায় একই মঞ্চে অনুষ্ঠিত হয়। বালিকা শাখার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের বালিকা শাখার শিক্ষার্থী নূর-ই জাহান ও ইসলামী সংগীত পরিবেশন করে তাহিয়া জান্নাত। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বুশরা আক্তার ও জমিলা খানম পুষ্পার যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবী ও সাবেক সংসদ সদস্য ডা. আমেনা শফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুস শাকুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শাখার (বালিকা) কো-অর্ডিনেটর মোশারফুন্নেছা ও প্রাইমারী (বালিকা) কো-অর্ডিনেটর সাহিদা খানম। প্রত্যেক পর্বের স্ব স্ব শাখার শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট পরিবেশন করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
৩য় পর্বে আল-আমীন জামেয়া ইসলামিয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আলোচনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন দি ইসলামিক সোসাইটির সেক্রেটারী মুহাম্মদ আব্দুস শাকুর। হিফজুল কুরআন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি