এমসি কলেজে শরৎ কবিতা উৎসব
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:০২:০৮ অপরাহ্ন
এমসি কলেজ সংবাদদাতা: শরতের আহবানকে সাড়া দিতে এমসি কলেজ অনুষ্ঠিত হলো কবিতা-গান-নৃত্যসহ নানা আয়োজনে শরৎ কবিতা উৎসব’। মুরারিচাঁদ (এমসি) কলেজে ষড়ঋতুর শরৎকে বরণ করে ‘শরৎ কবিতা উৎসব ’ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে এমসি কলেজ কবিতা পরিষদ।
বৃহস্পতিবার ক্যাম্পাসের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এই উৎসবটি সকাল সাড়ে ১০ টায় হাসনাত জাহান সুমনার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, যখন একটি পরিচ্ছন্ন আকাশ হয় তখন আমাদের দৃষ্টিসীমা বিজ্ঞানসম্মত উপায়ে অনেক দূরে চলে যায়। তাই আকাশের উচ্চতা যেন আমাদের মনের গভীরতাকে আরও প্রশস্ত করে সেটি হবে আমাদের একটি বড় প্রত্যয়।
আলোচনা পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদের সদস্যদের কন্ঠে কোরাস আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে শরৎ কবিতা উৎসব-২০২৪। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজান শেখ ও অতশি বিশারদ।