কামালবাজারে বৃক্ষরোপণ এবং উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:২৫:২০ অপরাহ্ন
শিক্ষানুরাগী ও মরহুম মোঃ মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপার্সন মোঃ সবুর হোসেনের পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
সুরমা মুক্ত স্কাউট এর সভাপতি ইসমাঈল আলী বাচ্চুর সভাপতিত্বে ও মো. এমদাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোল্লারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সাহেদ আহমদ ও কামাল বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার সারো মিয়া। স্বাগত বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ।
খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন- সুহেল আহমদ, আবুল কালাম, নওসাদ আহমদ, মুহিবুর রহমান, রিপন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি