গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৯:০২:৪৫ অপরাহ্ন
গোলাপগঞ্জ সংবাদদাতা : সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটায় এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম রুপন চৌধুরী (৩৫)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সে গোলাপগঞ্জে একটি ঔষধ কোম্পানীতে কাজ কর্মরত ছিলো।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হেতিমগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ বাজারে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করা হয়েছে।মোটরসাইকেল এবং ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।