আশ্বিনে স্বস্তির বৃষ্টি, ফের গরমের আভাস
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪১:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি। আশ্বিনের মাঝামাঝি সময়ে এসে ঝরছে স্বস্তির বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিমুখর গত দুই দিন। তবে আজ শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবার গরম পড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, তাপমাত্রা বাড়লে অস্বস্তিকর গরমের অনুভূতিও বাড়বে। তাপমাত্রা বেড়ে কত হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩৪ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রির বেশি হবে না। লঘুচাপটি বুধবারই দুর্বল হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছে ৪২ দশমিক ৮ মিলিমিটার। দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে, ১০৪ মিলিমিটার। এরপর আছে রাজশাহী। সেখানে ১০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
এদিকে, প্রচ- গরমে যখন নাভিশ্বাস অবস্থা, তখন কিছুটা স্বস্তি এনেছে আশি^নের বৃষ্টি। প্রকৃতিতে কিছুটা শীতল হাওয়া বইছে। সিলেটে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। তবে বৃষ্টি স্বস্তির মাঝে নগরজীবনে কিছুটা হলেও ভোগান্তি বাড়িয়েছে। আশ্বিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঘর থেকে বের হওয়া কর্মজীবী ও সাধারণ মানুষ। বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে দেখা গেছে যানজট।
এদিকে লঘুচাপের কারণে গত ২৪ সেপ্টেম্বর থেকে সমুদ্র বন্দরে দেওয়া ৩ নম্বর সতর্ক সংকেত আজ যেকোনো সময়ে তুলে নেওয়া হতে পারে। বেলা দেড়টার দিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ কথা জানান। উল্লেখ্য যে, গত সপ্তাহে সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।