ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৭:০৮ অপরাহ্ন
ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (স.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখা।বৃহস্পতিবার বাদ আছর মিছিলটি নগরীর কোর্টপয়েন্ট কালেক্টরেট মসজিদের সামন থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মনজুরে মাওলা বলেন, গত আগস্ট মাসে রাসূল সা:-এর নামে কটূক্তির অভিযোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মিজানুর রহমানের পরিচালনায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সেক্রেটারি সালমান আহমদ, খেলাফত মজলিস বিমানবন্দর থানা সভাপতি মাওলানা আব্দুর রহমান, জালালাবাদ থানা সভাপতি কামরুল ইসলাম ও শাহপরান (র) পশ্চিম শাখা সভাপতি মাওঃ আব্দুল হামিদ। বিজ্ঞপ্তি