পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে বাম দলসমূহের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৮:৪৭ অপরাহ্ন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ -খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ -খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, সিপিবি জেলা শাখার সদস্য তুহিন কান্তি ধর, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রনি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির, উদীচী জেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, সিপিবি জেলা শাখার সদস্য তপন চৌধুরী টুটুল ও বিধান দেব, বাংলাদেশ শ্রমিক জোট সাধারণ সম্পাদক প্রবীর ঘোষ, ছাত্র ফ্রন্টের পিনাক রঞ্জন দাস, বিপ্লবী ছাত্র মৈত্রীর সরফরাজ আহমেদ, ছাত্র ফ্রন্টের ঋত্বিক রোশন প্রমূখ। বিজ্ঞপ্তি