জামালগঞ্জে ১৬ বছর পর জামায়াতের সীরাত মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪০:৩৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় উপজেলা শিল্পকলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাও: তোফায়েল আহমেদ খান।
জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মো: ফখরুল আলম চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জামায়াতের সুনামগঞ্জ জেলা আমীর উপাধ্যক্ষ মাও: তোফায়েল আহমেদ খান, জেলা জামায়াতের সেক্রেটারী মমতাজুল হাসান আবেদ, জামালগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও: হাবিবুর রহমান, ছাত্রনেতা রাশেদুল ইসলাম জিসান প্রমুখ।
উপস্থিত ছিলেন- জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, সিরাজুল হক ওলী, আ. মুহিত, খাইরুল কবীর চৌধুরী এসদোহা, সাইফুল ইসলাম, ঈসমাইল, মোশায়েল আহম্মদ, আকিকুল হক প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন- মহান আল্লাহ রাব্বুল আলামীন বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)কে এই পৃথিবীতে রহমতস্বরুপ প্রেরণ করেছেন। শান্তি, ভালোবাসা ও সৌহার্দ্যরে ধর্ম ইসলাম নিয়ে তিনি এই পৃথিবীতে আর্বিভূত হয়েছিলেন। তার দোয়ার বরকতে আমরা আজ পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে আছি। আল কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া মানুষের মুক্তির কোন পথ নেই। বিশ্ব মানবতার কল্যাণ চাইলে ইসলামী আদর্শ ও শাসন ব্যবস্থা ছাড়া কোন উপায় নেই।