দুর্নীতি মুক্তকরণ ফোরামের শোক
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৭:৪১ অপরাহ্ন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, রুহুল আমিন গাজী ছিলেন সংবাদপত্র জগতের উজ্জ্বল নক্ষত্র ও গণমাধ্যমের এক বটবৃক্ষ। সারাজীবন তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। দুর্নীতির বিরুদ্ধে ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম তিনি ছিলেন আপোষহীন ব্যক্তিত্ব। বিশেষ করে পতিত স্বৈরাচারের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি সব সময় সরব ছিলেন। যার ফলশ্রুতিতে স্বৈরাচারের রোষানলে দীর্ঘ দিন কারারুদ্ধ জীবন যাপন করেন। দীর্ঘ কারাবাসে তিনি অসুস্থ হয়েছিলেন।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি