রবি মৌসুমের বীজ বিতরণ ও মজুদ সংক্রান্ত মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৯:১৩ অপরাহ্ন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেছেন, কৃষকের উন্নতি মানেই দেশের উন্নতি। দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি কৃষি। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বুধবার দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘিরপারস্থ খামার বাড়িতে আসন্ন রবি মৌসুমে নিবিড় ফসল আবাদ ও উৎপাদনের লক্ষ্যে হাইব্রিড বোরো ধানসহ অন্যান্য বীজের মজুদ ও বিতরণ বিষয়ে বিভিন্ন বীজ সরবরাহকারী কোম্পানীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মদ আনিছুজ্জামান এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ণ অফিসার আক্তারুজ্জামান, বিএডিসি (বীজ বিপণন) উপ পরিচালক হুমায়ুন কবির, অতিরিক্ত উপ পরিচালক (শষ্য) দেবল সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাশ, সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, মেট্রোপলিটন কৃষি অফিসার সায়মা নাজনীন। মতবিনিময় সভায় বিভিন্ন বীজ সরবরাহকারী ১৮টি কোম্পানীর প্রতিনিধি ছাড়াও বিভিন্ন উপজেলার সফল কৃষক, কৃষক প্রতিনিধি, সার ডিলার সহ সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি