ধানক্ষেত থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৮:৫৩ অপরাহ্ন
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩২) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রামের ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সিএনজি চালক মাসুক মিয়া বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে।
রামপুর গ্রামের মিন্টু রায় জানান, তিনি সকালে ধানের জমিতে সার দিতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে বাড়িতে এসে মুরব্বীদের বিষয়টি জানান। মুরব্বিরা স্থানীয় ওয়ার্ড মেম্বারকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
বাহুবল মডেল থানার এসআই সোহেল বলেন, গত ২৫ সেপ্টেম্বর সিএনজি চালক মাসুক মিয়াকে কে বা কারা ভাড়ায় নিয়ে যায়। পরে সোহেল মিয়াকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। সোহেল মিয়া আর বাড়ি ফিরেননি। শুক্রবার সকালে উপজেলার রামপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না।