মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৪:১৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সর্বস্তরের তাওহীদি জনতা শুক্রবার বাদ জুমআ’ পৌরশহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।
ফয়ছল আলম স্বপনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, মুফতি জিয়াউল হক, সাবেক ছাত্রনেতা খিজির আহমদ, মাওলানা আতিকুর রহমান, আবুল হোসাইন, প্রভাষক তারেক আহমদ, আব্দুল হাছিব, আব্দুল লতিফ, আব্দুস সামাদ, মীর নাঈম আহমদ প্রমুখ।