শেরপুর হাইওয়ে থানায় মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৭:২৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: শেরপুর হাইওয়ে থানায় কমিনিউটি পুুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় থানার হলরুমে হাইওয়ে পুলিশের ডিআইজির উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা রোধে পদক্ষেপসহ আইন শৃংখলা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। দুর্ঘটনাকবলিত আহতদের দ্রুত হাসপাতালে নিতে সরকারের পক্ষ থেকে শেরপুর হাইওয়ে পুলিশে একটি অ্যাম্বুলেন্স প্রদানের দাবী জানানো হয়।
হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের অ্যাডিশনাল ডিআইজি মো: শহিদ উল্লাহর সভাপতিত্বে ও থানার ওসি পরিমল চন্দ্র দেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স (পূর্ব বিভাগ) এর ডিআইজি আতিকা ইসলাম।
বক্তব্য রাখেন- সমকাল প্রতিনিধি নূরুল ইসলাম, নয়া দিগন্ত ও জালালাবাদ প্রতিনিধি মো. মুহিব হাসান, সিলেটের ডাক প্রতিনিধি মো. কয়েছ মিয়া, শিক্ষক শিহাবুর রহমান, বিএনপি নেতা এমদাদ মুহাম্মদ সিরাজ, ইউপি সদস্য ফজল মিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ওলিউর রহমান, ব্যবসায়ী নেতা আব্দুল হান্নান, যুবদল নেতা সৈয়দ হুমায়েল আহমদ, শ্রমিক নেতা এহিয়া খান, শেরপুর হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর খান প্রমূখ।