কুলাউড়ায় দুই প্রতিবেশীর বিরোধ নিরসন করলেন এসিল্যান্ড
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৪:২৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় দুই প্রতিবেশীর মাঝে চলা দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ নিরসন করেছেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। বৃহস্পতিবার সরেজমিন ঘটনাস্থল কুলাউড়া ইউনিয়নের প্রতাবী এলাকায় গিয়ে তিনি এ বিরোধ নিরসন করেন।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, জায়গার রেকর্ডীয় মালিক হওয়া সত্ত্বেও দখল বুঝে পাচ্ছিলেন না সিরাজ মিয়া। একই এলাকার রেজান মিয়ার সঙ্গে এ নিয়ে বাধে বিপত্তি। সম্প্রতি নাজিরেরচক এলাকার সিরাজ মিয়ার ছেলে মুহিবুর রহমান তার শরণাপন্ন হলে উভয়পক্ষের দলিল দস্তাবেজ দেখে রেকর্ডীয় জমির যার যার অংশ যার যার দখল বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়। অবশেষে বৃহস্পতিবার এসিল্যান্ড রেকর্ডীয় মালিককে তার ৪৮ শতক জমি দখল বুঝিয়ে দিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসন করেন।