কুলাউড়ায় জামায়াতের সীরাত মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৭:২৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির প্রভাষক মো. হামিদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী।
প্রধান আলোচক ছিলেন মুহাদ্দিস মিছবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান শায়েখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার জামিয়া ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক, কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জাকির হোসেন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে শাহেদ আলী বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শে আমাদের জীবন গড়ে তুলতে হবে। তাহলেই আমাদের জীবনে ও সমাজ ব্যবস্থায় সকল ধরনের অশান্তি দূর হয়ে শান্তি কায়েম হবে।