৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরষ্কার পেলো শিশুরা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৭:৩৮ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা সদর জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করায় ফজর টিমের পক্ষ থেকে বাইসাইকেল পুরষ্কার পেয়েছে শিশু-কিশোরেরা। শুক্রবার বাদ জুমআ’ উপজেলা সদর জামে মসজিদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলা সদর জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার একটি প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় মুসল্লিদের নিয়ে গড়া একটি সংগঠন ফজর টিম। প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৬৭ জন শিশু-কিশোর। তাদের মধ্যে ৩ জন শিশু-কিশোরকে বাইসাইকেল, ১ জনকে ফ্যানসহ বাকিদেরকে স্কুল ব্যাগ, ইসলামিক বই, কলম মেসওয়াক ও ক্রেস্ট পুরষ্কার দেয়া হয়।
অনুষ্ঠানে ফজর টিমের সভাপতি আলমগীর হোসাইনের সঞ্চালনায় ও জুড়ী বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সদর জামে মসজিদের সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, গাংকুল ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা খালেদ আহমদ, উপজেলা সদর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহির উদ্দিন, কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আনোয়ারুল হক, জুড়ী ভবানীগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম, উপজেলা সদর জামে মসজিদের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ খাঁ, সহ-সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন, সমাজসেবক মুজিবুর রহমান আজিজি, ফজর টিমের প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার, সমাজসেবক মো: গোলাম রাব্বানী, মো: আব্দুল লতিফ ও আসদ্দর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি