মারকাযুল হিকমাহ’র দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৮:৫৯ অপরাহ্ন
মারকাযুল হিকমাহ সিলেট’র সনদ বিতরণ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় মারকাযুল হিকমাহ এর শিক্ষা মিলনায়তনে মুহতামিম মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রহমান, মাওলানা এরশাদ খান হাবিবের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহফুজুর রহমান মিফতা। সংগীত পরিবেশন করেন তামান্না।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন ও মোনাজাত করেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সামছুদ্দীন বাণীগ্রামী, হাফিজ মাওলানা অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, জামিয়া করিমিয়ার মুহতামিম মাওলানা খলিলুর রহমান, মাওলানা আতাউর রহমান ও মাওলানা নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার নাইবে মুহতামিম হাফিজ মোঃ জাকারিয়া আহমদ, হাফিজ মাওলানা মইনুল ইসলাম, মাওলানা জাহিদ আহমদ, হাফিজ এমাদ উদ্দিন সালিম, মাওলানা কমর উদ্দিন, কারী মাওলানা মাসুম বিল্লাহ, আবু বক্কর, সুমন আহমদ, ফাহাদুর রহমান ফাহাদ, শাহ জাহান, শামীম আহমদ, মাওলানা আবু বক্কর, শিক্ষক মাওলানা যুবাইর আহমদ, হাঃ আমির উদ্দিন, মাওলানা হযরত আলী, হাফিজ মর্তুজা ও হাফিজ ইলিয়াস প্রমূখ।