জামালগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৩:৪৭ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে চাচাতো ভাইয়ের হামলায় চাচাতো ভাই নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কলু মিয়া (৫১)।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার সকালে পশ্চিম লক্ষীপুর গ্রামের সুরমা নদীতে নিহত কলু মিয়া ও তার চাচাতো ভাই আকমল ও মিয়া হোসেনসহ বেশ কয়েকজনের কয়েকটা মাছ ধরার নৌকা প্রতিদিনের মত বৃহস্পতিবার সন্ধ্যায় বেঁধে রেখে যায়। পরের দিন শুক্রবার সকালে চাচাতো ভাই আকমল হোসেনের নৌকা ঘাটে না পেয়ে কলু মিয়াকে দোষারোপ করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আকমল ও তার চাচাতো ভাই কলু মিয়ার ভাইয়েরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কলু মিয়া অপর গ্রুপের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে খবর পেয়ে এলাকার লোকজন তাকে দ্রুত জামালগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শ.ম কামাল হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করেননি। মামলা দিলে তা গ্রহণ করা হবে।