ওসমানীনগরে বিষপানে মহিলার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:২২:০৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে বিষপান করে শিফা আক্তার (২৫) নামের এক মহিলার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তিনি উপজেলার মাটিহানী গ্রামের আরশ আলীর স্ত্রী। শুক্রবার সাড়ে ১২ টায় স্বামীর বসতঘরে সে বিষপান করে বলে জানা গেছে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ জানান, আমার গ্রামে একজন মহিলা বিষপানে মারা গেছেন। মহিলার স্বামী আরশ আলীকে আমরা জিজ্ঞাসাবাদ করলে, সে জানিয়েছে জমিতে পোকামাকড় নিধনের জন্য ঘরে রাখা বিষ খেয়ে সে আত্মহত্যা করেছে। ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ রাশেদুল হক জানান, মাটিহানী গ্রামে এক মহিলার মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে মহিলা বিষপান করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।