অ্যাকশনে ট্রাফিক পুলিশ : ৩ দিনে ৭ শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৫:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অ্যাকশনে নেমেছে পুলিশ। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলছে অভিযান। গত ৩ দিনে ট্রাফিক আইনে নগরীর বিভিন্ন স্থনে ৭ শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এরমধ্যে ২৪৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৪৫২টি যানবাহনকে রেকার করা হয়েছে । এসএমপির উপ-কমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্লাহ তাহের শুক্রবার দৈনিক জালালাবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যগণ বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৮টি মামলা ও অভিযানকালে ৪৫২ টি গাড়ি রেকার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।