কুমারপাড়ায় দুঃসাহসিক চুরি, পৌনে ৫ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৬:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর কুমারপাড়ায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরচক্র সাঁটারের তালা ভেঙ্গে দোকানে ঢুকেই সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয়। এরপর দোকান থেকে পৌনে ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে নগরীর কুমারপাড়া পয়েন্টস্থ স্টারটেক ও মডার্ণ মোবাইল শপে উক্ত চুরির ঘটনাটি ঘটে। এদিকে, এই চুরির ঘটনায় শুক্রবার কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন স্টারটেক ও মডার্ণ মোবাইল শপের স্বত্তাধিকারী কবির আহমদ চৌধুরী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে চোরচক্রের এক সদস্য তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। ভিতরে ঢুকেই সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয়, যাতে তাঁর চেহারা চেনা না যায়। এসময় দোকান থেকে নগদ ৩ লক্ষ টাকা, ৫০ পিস মেমোরি কার্ড, ৬টি বাটন মোবাইল, ১০টি ওয়াইফাই রাউটার, ২টি চার্জার ফ্যান, ৫০০ পিস মোবাইল রিচার্জ কার্ড, ২০টি পাওয়ার ব্যাংক ১০টি এলইডি লাইটসহ ৪ লক্ষ ৭৯ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। তদন্তের স্বার্থে সিসি ক্যামেরার ভিডিও ও ছবি অভিযোগের সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে।
স্টারটেক ও মডার্ণ মোবাইল শপের স্বত্তাধিকারী কবির আহমদ চৌধুরী বলেন, তাঁর দোকনটি কুমারপাড়া-চৌহাট্টা প্রধান সড়কের কুমারপাড়া এলাকায় অবস্থিত। আশপাশে রাতের নিরাপত্তা প্রহরীও ছিলো। তবু চোরচক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে মালামাল ও টাকা লুট করেছে। এজন্য তিনি থানায় মামলা করেছেন বলে জানান।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী থানার ওসি আকবর হোসেন। তিনি বলেন, পুলিশ অভিযোগের তদন্ত করছে।